Asha Bhosle Chirodini Tumi Je Aamar | Full Lyrics - Bengali Song
Lyrics
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী... সঙ্গী
আমরা অমর সঙ্গী
এত কাছে রয়েছ তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে কেউ নাই |
এত কাছে রয়েছ তুমি
আরও কাছে তোমাকে যে চাই
তুমি ছাড়া এমন আপন
আমার যে কেউ নাই
আমি কি গো তোমাকে ছেড়ে
একা একা থাকতে পারি
সঙ্গী... সঙ্গী
আমরা অমর সঙ্গী ।।
এ জীবন ফুরিয়ে যেদিন
পাব এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন।
এ জীবন ফুরিয়ে যেদিন
পাব এক নতুন জীবন
সেদিনও হবে একাকার
দুজনার এই দুটি মন।
হৃদয়ের সব কবিতা
ঝরে পরে ছন্দাতার ই
চিরদিনই তুমি যে আমার
যুগে যুগে আমি তোমারই।
আমি আছি সেই যে তোমার
তুমি আছো সেই আমারই
সঙ্গী... সঙ্গী
আমরা অমর সঙ্গী ।।