আমার পরান যাহা চায় - Indrani Sen Lyrics Singer Indrani Sen আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে আর কিছু নাহি চায় গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায়। আমি তোমার বিরহে রহিব বিলীন তোমাতে করিব বাস দীর্ঘ দিবস, দীর্ঘ রজনি, দীর্ঘ বরস-মাস যদি আর কারে ভালবাসো যদি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো আমার পরান যাহা চায় তুমি তাই, তুমি তাই গো আমার পরান যাহা চায় তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো আমার পরান যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো আমার পরাণ যাহা চায়।।
Welcome to Lyricsmobi.com! Latest Bollywood Songs Lyrics & Tollywood Songs Lyrics & Hollywood Songs Lyrics & Other Regional Movies Songs Lyrics Available