Bolbo Tomaye (বলবো তোমায়)| Lyrical | Sathi | Jeet | Priyanka Trivedi | Gautam | SVF Music - Manu and Anuradha Sreeram Lyrics

Singer | Manu and Anuradha Sreeram |
Music | S. P. Venkatesh |
Song Writer | : Gautam Sushmit |
হে হে হে হে
আ হা হা হা
রা রা রা রা
লা লা লা লা
বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের,
বোলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের,
চুপি চুপি কার ছবি,
চুপি চুপি কার ছবি
এঁকে ছিল সে অন্তরে।
লালা লা, লালা লা, লালা লা
শুনেছি কত শুনেছি
আমি তোমার কাহিনী,
শুনেছি কত শুনেছি
আমি তোমার কাহিনী,
তাই শুনে, মনে মনে
হো.. তাই শুনে, মনে মনে
হয়েছি তোমার মোহিনী।
বোলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের,
বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের,
চুপি চুপি কার ছবি,
চুপি চুপি কার ছবি
এঁকে ছিল সে অন্তরে।
স্বপ্ন, তুমি স্বপ্ন
আজও আমার চোখেতে,
স্বপ্ন, তুমি স্বপ্ন
আজও আমার চোখেতে,
বলো তুমি, কবে আমি
হো.. বলো তুমি, কবে আমি
পারবো তোমায় একটু ছুঁতে ?
বলবো তোমায় আজকে আমি
একটি মেয়ের গল্প প্রেমের।