Oi Tor Mayabi Chokh | Besh Korechi Prem Korechi | Koel | Jeet | Shreya Ghoshal | Jeet Gannguli - Jeet Gannguli and Shreya Ghoshal Lyrics

Singer | Jeet Gannguli and Shreya Ghoshal |
Music | Jeet Gannguli |
Song Writer | Prasen |
হে হে লা লা
লা লা লা লা লা লা লা লা
ওই তোর মায়াবী চোখ
লা লা লা লা লা লা লা
লা লা লা লা লা লা লা
আঁচল হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টুমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাব
মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর
মনে মনে ছেয়ে আছে আষাঢ়ের ঘোর
নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর
নেমে আয় রাত হয়ে ঘুমোলে শহর
আকাশ হয়ে যা তুই
সাগর হয়ে যাব
আজ ঢেউ হয়ে যা তুই
পাথর হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টুমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
দিনে রাতে জড়িয়ে দে আদরের হাত
সে যেন আগে ছিল যে এলো হঠাৎ
সে যেন আগে ছিল যে এলো হঠাৎ
ওই তোর মায়াবী চোখ
কাজল হয়ে যাব
আর উড়লে হাওয়ায় তোর
আঁচল হয়ে যাব
আমার হয়ে যা তুই
আমি তোর হয়ে যাব
একবার ডেকে যা তুই
বার বার চলে যাব
তোর দুষ্টুমিতে আজ
আমি ইচ্ছে মেশাবো